সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও লিমিটিং ফেক্টর
নিচের কোনটিকে হিল বিক্রিয়া বলা হয় ?
হিল বিক্রিয়া: ১৯৩৭ খ্রিস্টাব্দে ইংরেজ প্রাণরসায়নবিদ রবিন হিল (Robin Hill) একটি পরীক্ষা করেন।
তিনি CO2 এর অনুপস্থিতিতে পৃথককৃত ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক (hydrogen acceptor) একত্রে আলোতে রাখেন। পরীক্ষা শেষে দেখা যায় CO2 এর অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। আসলে পানির হাইড্রোজেন অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহককে বিজারিত (reduced) করে এবং অক্সিজেন বের হয়ে আসে। হিলের এ পরীক্ষা হতে প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হলো পানি, সেই বিক্রিয়াটিই হলো হিল বিক্রিয়া। হিল বিক্রিয়াটি নিম্নরূপ :

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সালোকসংশেষণের সহায়তা করে কোনটি?
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?
শ্রেণি শিক্ষক বললেন, সজীব উদ্ভিদ একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে X ধরনের গ্যাসীয় উপাদান নির্গত করে যা অন্য আরো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য বস্তুকে জারিত করে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে।
ফটোসিস্টেম -II এ কোন রঞ্জক থাকে?