সহজাত আচরন(ইনসটিংক্টস)
নিচের কোনটি শিখন আচরণ?
অনুকরণ অন্যতম শিখন আচরণ। এটি হচ্ছে প্রাণীর পরিস্ফুটনকালে তরুণ প্রাণীতে অত্যন্ত সংবেদনশীল ধাপে
(critical period) একটি নির্দিষ্ট উদ্দীপনার প্রতি সৃষ্ট স্থায়ী আচরণ । ডিম ফুটে সদ্যজাত হাঁসশাবক নিজের পায়ে দাঁড়িয়ে
হাটতে সক্ষম হলেই নীড় ছেড়ে কেবল মাকে অনুকরণ করে দূরে চলে যায়, অন্য কাউকে অনুসরণ করে না । কিন্তু ডিম
যদি ইনক্যুবেটারে ফুটানো হয় কিংবা ডিমফুটে হাঁসশাবক বের হওয়ার পরপরই মা-হাঁসকে সরিয়ে নেওয়া হয় তাহলে
শাবকগুলো চোখ মেলে প্রথম যে বড় সচল বস্তু দেখবে তাকেই অনুসরণ করবে। তরুণ বয়সেও ওই সচল বস্তুকে
অনুসরণ করে চলবে । তখন আসল মাকে ফিরিয়ে দিলেও ‘নকল’ মা-ই ওদের কাছে আসল বলে গণ্য হবে। অর্থাৎ নকল
মা-ই হাঁস শাবকদের কাছে আসল মা হিসেবে স্থায়ীভাবে ‘মুদ্রিত’ হয়ে যাবে । এভাবে পরিস্ফুটনের মুহূর্তে কোনো সচল
বস্তু, ব্যক্তি কিংবা গন্ধ-ও উদ্দীপনা হিসেবে কাজ করতে পারে। পরিস্ফুটনকালে সংবেদনশীল মুহূর্ত প্রজাতিভেদে ভিন্ন
হয়ে থাকে । এ সময়কাল জন্মের কয়েক ঘন্টা থেকে কয়েক দিন বা মাস এমনকি কয়েক বছরও হতে পারে । তবে জন্মের
পর পাখি বা স্তন্যপায়ীকে যত তাড়াতাড়ি সম্ভব পালনের উদ্যোগ নিলে পোষ মানানো সহজ হয় । সার্কাসে পশু নিয়ে খেলা
দেখানোর প্রাণিগুলোকে একারণে খুব কম বয়সে আসল মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই