এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,কোষীয় কঙ্কাল ও মাইটোকন্ড্রিয়া
নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয়?
মাইটোকন্ড্রিয়ার কিছু কাজ-
কোষের যাবতীয় কাজের জন্য শক্তি সরবরাহ করা।
শ্বসনের এনজাইম,কো-এনজাইম ধারণ করা।
শ্বসনের বিভিন্ন পর্যায় সম্পন্ন করা।
নিজস্ব ডিএনএ,আরএনএ উৎপাদন করে বংশগতিতে ভূমিকা রাখা।
রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করা।
অ্যাপোপটোসিস নিয়ন্ত্রণ।
ক্লোরোপ্লাস্টের কাজ
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ।
সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং বায়ুর CO₂ কে RuBP-তে যুক্ত করা।
ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা।
ফটো ফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করা।
সালোক-শ্বসন (ফটোরেসপিরেশন) ঘটাতে সাহায্য করা।
সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা।
বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই