মানুষের শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ
নিচের কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে নিঃসৃত হয়?
অ্যালভিওলাসের প্রাচীরে দু'ধরনের আবরণী কোষ থাকে। টাইপ-১ কোষ এবং টাইপ-২ কোষ। টাইপ-২ কোষের প্রাচীরের ভিতরের দিকে সারফ্যাকট্যান্ট (surfactant; dipalmitoyl lecithin) নামক ডিটারজেন্ট (detergent)-এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সারফ্যাকট্যান্ট অ্যালভিওলাসে তরলের পৃষ্টটান (surface tension) হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অ্যালভিওলাসের প্রাচীরের ব্যবধান কত?
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
শ্বাসনালির দৈর্ঘ্য কত?
আমি সাইমনকে স্কুল জীবন থেকে ধূমপান করতে দেখছি। ২০ বছর পর সেদিন তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং ফুসফুসের এক্সরে করতে এসেছেন। আমি আমার পাঁজরের হাড়ের ফাটলের জন্য বুকের এক্সরে করতে গিয়েছিলাম এবং আমি ধূমপায়ী নই এবং আমার ফুসফুসের অবস্থা ভাল ছিল।