৪.১ তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ
নিচের কোন ঘন এসিডের মিশ্রনটি রাজ-অম্ল ?
এক মৌল গাঢ় নাইট্রিক এসিড ও তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের(HCl) আনুপাতিক মিশ্রণকে রাজ-অম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে। এই অনুপাতের এসিড মিশ্রন অভিজাত ধাতুকে (গোল্ড, প্লাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি) দ্রবীভূত করতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই