১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল
নিচের কোন উপাদানটিকে সরাসরি বুনসেন বার্ণারে তাপ দেয়া যায় না ?
ল্যাবরেটরিতে দাহ্য পদার্থরূপে বিভিন্ন জৈব যৌগ, অজৈব জারক পদার্থ যেমন থাকে; তেমনি বুনসেন বার্নারের প্রাকৃতিক গ্যাস সাপ্লাই লাইন অথবা Bottle গ্যাস যেমন L.P.G সিলিন্ডারও থাকে। আবার পানির সংস্পর্শে বিক্রিয়ায় জ্বলে ওঠে এমন পদার্থ যেমন ধাতব সোডিয়াম, ধাতব হাইড্রাইড
প্রভৃতি ল্যাবরেটরিতে থাকে। জৈব দ্রাবক যেমন- ডাইইথাইল ইথার, পেট্রোলিয়াম ইথার (বা, লাইট পেট্রোলিয়াম, যা 35°-60°C স্ফুটনাঙ্কের পেন্টেন ও হেক্সেন মিশ্রণ), বেনজিন, মিথানল, ইথানল ও অ্যাসিটোন ইত্যাদি সরাসরি শিখায় উত্তপ্ত করতে নেই; কারণ তাতে আগুন ধরে যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই