শিক্ষা ও মনুষ্যত্ব
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
জীবনে চাহিদার অন্ত নেই। কিন্তু 'সব চাহিদা পূরণ হওয়া আদৌ সম্ভব নয়। তদুপরি কেউ কেউ সে চাহিদা পূরণে মরিয়া হয়ে ওঠে। এ কারণে তারা বিপথে ছুটে বেড়ায়। তবে একথাও সত্য যে, সবাই মরিয়া হয়ে ওঠে না। কিন্তু সেই সংখ্যা নগণ্য।
উদ্দীপকটি নিচের কোনটির কথা মনে করিয়ে দেয়?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শেফা ও রাফা দুজনই হাসপাতালের সেবিকা। শেফা ছোটোবেলার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার অর্জিত বেতনের টাকা দিয়ে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি চিকিৎসা সেবাকেন্দ্র স্থাপন করেন। আর রাফা অনেক বড়োলোক হওয়ার স্বপ্ন দেখে এবং হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসার ঔষধ বাইরে বিক্রি করে অর্থ আয় করে।
সামাদ চৌধুরী উচ্চশিক্ষিত প্রকৌশলী হয়েও দুর্নীতির আশ্রয় নিয়ে অল্পদিনেই প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে, তাই অনুভূতির জগতে ফতুর। ঘুস নেওয়া অন্যায় জেনেও পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। চাই, চাই, আরও চাই-এই লোভ তাকে গ্রাস করেছে । তার কাছে জগতে টাকাই সব ।
শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।- কারণ শিক্ষা হলো-
'দৈনিক প্রথম আলো' পত্রিকার খবর:
চাকরি জীবনে এমদাদুল হক (৬৫) ছিলেন দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল। ঢাকায় কর্মস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে যেতে তাঁর ভরসা ছিল ট্রেন। টিকিট কেটেই তিনি যাতায়াত করতেন। তবে বৃদ্ধ বয়সে এসে সবসময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ধৈর্য থাকত না তাঁর। তাই তিনি কখনো কখনো বিনা টিকিটে ভ্রমণ করতেন। হঠাৎ বোধোদয় হয়েছে এমদাদুলের। বিবেকের তাড়না থেকে তিনি নিজেই কমলাপুরে আসেন। হিসাব করে আগের ট্রেন ভ্রমণের সব টাকা রেলওয়ে কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেন ।