বোর মডেলের প্রস্তাবনাসমূহ
নিচের উক্তিগুলো লক্ষ্য কর-
বোর পরমাণু মডেল শক্তির ক্ষয় ও শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ
বোর পরমাণু মডেল রাসায়নিক মৌল শনাক্তকরণে রেখা বর্ণালী ব্যবহার করা হয়
ক্রোমাটোগ্রাফির Rf এর মান 1 অপেক্ষা ছোট হয়
নিচের কোনটি সঠিক?
বোর পরমাণু মডেল:
* বোর মডেল শক্তির শোষণ ও বিকিরণ ব্যাখ্যা করে: এই উক্তিটি সঠিক। বোর পরমাণু মডেল অনুসারে, ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে, তখন শক্তি বিকিরণ করে এবং যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায়, তখন শক্তি শোষণ করে। এই শক্তির শোষণ ও বিকিরণের ফলেই রেখা বর্ণালী সৃষ্টি হয়।
* রেখা বর্ণালী ব্যবহার করে মৌল শনাক্ত করা যায়: এই উক্তিটি সঠিক। প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস এবং শক্তিস্তরের ভিন্নতার কারণে এর নির্দিষ্ট ও স্বতন্ত্র রেখা বর্ণালী থাকে। এই বৈশিষ্ট্যপূর্ণ রেখা বর্ণালী দেখে মৌল শনাক্ত করা যায়, যা বর্ণালীমিতি (spectroscopy) নামে পরিচিত।
ক্রোমাটোগ্রাফি:
* ক্রোমাটোগ্রাফির Rf মান 0 থেকে 1-এর মধ্যে থাকে: এই উক্তিটি সঠিক। ক্রোমাটোগ্রাফিতে Rf (রিটার্ডেশন ফ্যাক্টর) মান দ্বারা কোনো উপাদানের দ্রাবক কর্তৃক স্থানান্তরের অনুপাত বোঝানো হয়। এটি স্থির ফেজ ও সচল ফেজের প্রতি উপাদানের আসক্তির উপর নির্ভর করে। Rf এর মান সবসময় 0 (উপাদান স্থির ফেজে থাকে) থেকে 1 (উপাদান সচল ফেজের সাথে চলে যায়) এর মধ্যে থাকে।
সুতরাং, উপরের তিনটি উক্তিই সঠিক।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বোরের পরমাণু মডেলের স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো-
হাইড্রোজেন পরমাণুর তৃতীয় ও দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রনের শক্তি যথাক্রমে 5.54×10-10 erg এবং 2.24×10-10erg।তৃতীয় শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রনটি পতিত হলে যে রশ্মি বিকিরিত হয় তার কম্পাঙ্ক(হার্জ) কত হবে?
প্লাংকের সমীকরণ হলো-
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?