১.১৪ শিল্পের গ্যাসীয় বর্জ্য ও গ্রিন হাউস ইফেক্ট
নিচের উক্তিগুলো লক্ষ কর:
Pb, Hg, Cd, As প্রত্যেকেই ভারী ধাতু
ই-বর্জ্যে Pb, Cd, Cr, Hg, Au উপস্থিত থাকে
As5+ অপেক্ষা As3+ অধিক ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
যে মৌলের ঘনত্ব ৫ গ্রাম/সে. মি. এর বেশি তারাই ভারী ধাতু। সবচেয়ে কাছের পরিচিত ভারী ধাতুগুলো লোহা, তামা ও টিন আর দামী ভারী ধাতুগুলো হল রুপা, সোনা ও প্লাটিনাম।
খাদ্য-শৃঙ্খলে ভারী ধাতু যুক্ত হওয়া: Cr, Pb, Cd ও As ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে খনিজরূপে ভূগর্ভস্থ পানিতে মিশে
পানিকে দূষিত করে। আবার শিল্প বর্জ্যরূপে এসব যৌগ মাটি ও পানিতে মিশে পরিবেশকে দূষিত করে। পানি ও মাটি থেকে
উদ্ভিদের মাধ্যমে খাদ্য-শৃঙ্খলে যুক্ত হয়ে পড়ে।
পানি দূষক বিভিন্ন আর্সেনিক যৌগ : প্রকৃতিতে +3 জারণ অবস্থায় আর্সেনিক মাটি ও পানিতে মিশে থাকে। শূন্য জারণ
অবস্থা বা মৌলিক আর্সেনিক (মেটালয়েড), +3 জারণ অবস্থায় আর্সাইন () গ্যাস, আর্সেনিক অক্সাইড (),
আর্সেনাইট () আয়ন এবং +5 জারণ অবস্থায় আর্সেনেট () আয়ররূপে মাটিতে থাকে। আর্সেনিকের
বিষক্রিয়া বা +3 জারণ অবস্থায় জীবজগতের উপর সবচেয়ে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই