ছত্রাকঘটিত রোগের কারণ, লক্ষণ, প্রতিকার
নাজমুল এ বছর আলু চাষ করে ভাল ফলন পায়নি। কারণ আলুর গায়ে কালো-বাদামী বর্ণের দাগ পড়েছিল এবং অনেক আলু পচে দুর্গন্ধ বেরিয়েছিল। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন আলুগাছগুলো একটি পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছিল।
এ রোগ থেকে মুক্তির উপায় হলো-
সুস্থ সবল রোগমুক্ত বীজ বপন
ব্লিচিং পাউডার ও জিঙ্ক সালফেট দিয়ে বীজ শোধন
ডায়েথেন এম-৪৫ বা বোর্দো মিক্সচার ছিটানো
আলুর বিলম্বিত ধ্বসা রোগ হলে ডায়থেন এম-৪৫ বা বোর্দো মিক্সচার (Bordaux mixture- কপার সালফেট, লাইম ও পানি) নামক ছত্রাকনাশক ১৫ দিন পরপর ছিটাতে হবে।আলু চাষের জন্য সুস্থ ও জীবাণু মুক্ত বীজ ব্যবহার করতে হবে। অবশ্যই রোগমুক্ত এলাকা থেকে আলু বীজ সংগ্রহ করতে হবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০১০ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে গোলআলুর কাণ্ড ও পাতা একটি বিশেষ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপর একটি ছত্রাক দ্বারা ঘনবসতিপূর্ণ এলাকার ছোট ছেলেমেয়েরা বেশি আক্রান্ত হয়।
গণি মিয়া তার আলু ক্ষেতে গাছের পাতায় মখমলের ন্যায় আস্তরণ দুর্গন্ধ লক্ষ করেন এবং ধান ক্ষেতের পাতায় ভেজা, লম্বা দাগ ও আঁঠালো জমতে দেখেন ।
নিচের কোনটি "অগ্নি শৈবাল" হিসাবে পরিচিত?
রবিন তাদের আলুক্ষেতে কিছু আলুর পাতার কিনারায় ছোট ছোট সবুজ-ধূসর বর্ণের পানিভেজা দাগ এবং কিছু পাতায় কালচে দাগসহ পচন দেখতে পেল। ক্ষেতের পাশে রাখা গোবর সারের স্তূপে ছাতার মত গঠনবিশিষ্ট এক প্রকার বর্ণহীন উদ্ভিদ লক্ষ করল।