কারক ও বিভক্তি
‘ধোপাকে কাপড় দাও'- বাক্যে 'ধোপাকে' এর কারক ও বিভক্তি হলো-
কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। "কী", "কাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া যায় যাকে আশ্রয় করে কর্তা-ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম কারক বলে।
দ্বিতীয়া বা কে বিভক্তি | তাকে বল। |
তাকে আমি চিনি। | |
ধোপাকে কাপড় দাও। | |
আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার গৌণকর্ম) | |
ধনী দরিদ্রকে ঘৃণা করে। | |
শিক্ষককে শ্রদ্ধা করিও। | |
রে বিভক্তি | 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।' |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই