গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত
দৃশ্যকল্প-১: একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেয়ে স্থিরাবস্থা হতে 3 মি./সে. ত্বরণে হরিণটির পশ্চাতে দৌড়াল।
দৃশ্যকল্প-২: একটি বস্তুকে আনুভূমিকের সাথে কোণে u বেগে নিক্ষেপ করা হলো । বস্তুটি কিছু সময় পর ভূমিতে ফিরে আসে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একখানা রেলগাড়ি এক স্টেশন হতে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা গতিপথের প্রথমাংশ f সমত্বরণে এবং পরে ব্রেক প্রয়োগ করে f₁ সমমন্দনে চলে। স্টেশন দুটির দূরত্ব এ হলে দেখাও যে, গাড়িখানা এক স্টেশন হতে অপর স্টেশনে পৌছার সময় হলে
দৃশ্যকল্প-১: সমত্বরণে চলমান কোনো বিন্দু পরপর
ওসময়ে সমান তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করে।
দৃশ্যকল্প-২:


একটি কনা কোন সরলরেখা বরাবর সমত্বরণে চলে পঞ্চম সেকেন্ডে 7 মিটার দূরত্ব অতিক্রম করল ও কিছুক্ষণ পর থেমে গেল। যদি কনাটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ তার গতির শেষ সেকেন্ডে অতিক্রম করে থাকে তবে কতক্ষণ ধরে কণাটি 64 চলছে এবং তার আদিবেগ //কত তা নির্ণয় কর।