ভেক্টরের লব্ধি নির্ণয়
দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। এদের বিয়োগফল কত?

দেওয়া আছে
দুইটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টরের অর্থাৎ তিনটি ভেক্টরেই একক ভেক্টর এবং আমরা জানি।
ধরি
প্রশ্নমতে
এখন
আবার
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি সুষম দন্ডের দুটি ভিন্ন বিন্দুতে প্রত্যেকটি 20 N মানের দুটি বল পরস্পর সমান্তরালে বিপরীত দিকে ক্রিয়াশীল। বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব 25 cm।
বলদ্বয়ের লব্ধি কত?
ভেক্টররূপে প্রকাশিত ভরবেগসমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে-
i. যে কোনো দিকে ঐ লব্ধির উপাংশও সংরক্ষিত থাকবে।
ii. যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলে।
iii. ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হয়।
নিচের কোনটি সঠিক?