শিক্ষা ও মনুষ্যত্ব
তোমরা নিশ্চয়ই ‘লোভে পাপ, পাপে মৃত্যু' এবং অতি লোভে তাঁতি নষ্ট'— এই প্রবাদ দুটি শুনেছ। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল এবং এর পরিণতির কথা উল্লেখ আছে। তারপরও অনেক মানুষ লোভ-লালসার কাছে নিজেকে বন্দি করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। উল্লেখ্য যে, লিউ টলস্টয়ের ‘সাড়ে তিন হাত জমি' গল্পে পাখোম নামের এক লোককে শর্ত দেওয়া হলো সন্ধ্যার আগে যে সীমানাটুকু সে ঘুরে আসতে পারবে, সেই পুরো জমিটার মালিক সে হবে। শর্তানুসারে সে দৌড়াতে শুরু করল। সারা দিন দৌড়াতে দৌড়াতে যখন প্রায় সন্ধ্যা; লোভ সামলাতে না পেরে তখনও সে দৌড়াতে থাকে। একপর্যায়ে তৃষ্ণ আর ক্লান্তি নিয়ে তার মৃত্যু ঘটে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই