তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় রশ্মি
তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি ঘটে?
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য গুলি হল-
(i) তেজস্ক্রিয়তা হল নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে নিউক্লিয়াস বহির্ভূত
ইলেকট্রনগুলির সম্পর্ক নেই।
(ii) 83-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলগুলির তেজস্ক্রিয়তা দেখা
যায়
(iii) যে মৌলের পরমাণুর নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1 : 5-এর
বেশি হয় সেই মৌলের তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়।
(iv) তেজস্ক্রিয়তা হল মৌলের পরমাণুকেন্দ্রক বা নিউক্লিয়াসের অভ্যন্তরীণ
ঘটনা। ইলেকট্রনের গঠনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
(v) তেজস্ক্রিয়তা হল নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। এই বিঘটনের ফলে
একটি মৌল সম্পূর্ণ নতুন রাসায়নিক ও ভৌত ধর্মাবলি বিশিষ্ট নতুন মৌলে
রূপান্তরিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তেজস্ক্রিয় কণার নিউক্লিয়াস থেকে যে কণা নির্গত হলে আধানের পরিমাণ 2 একক এবং ভর 4 একক কমে যায় তা হলো-
সবচেয়ে শক্তিশালী নন আয়োনাইজিং রেডিয়েশন হলো
-
ɑ-রশ্মি ও β-রশ্মির তুলনা করলে দেখা যায়—
β-রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি
β-রশ্মির আয়নায়ন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি
β-কণার গতিবেগ অপেক্ষাকৃত বেশি
নিচের কোনটি সঠিক?
তেজস্ক্রিয়তা-
i. সূচকীয় সূত্র মেনে চলে না
ii. একটি স্বতঃস্ফূর্ত ঘটনা
iii. একটি নিউক্লিয় ঘটনা
নিচের কোনটি সঠিক?