৪.২ বিক্রিয়ার দিক( উভমুখি ও একমুখী)
তাপোৎপাদী বিক্রিয়া হলো–
L + M → উৎপাদ + তাপ
X + Y → উৎপাদ; ΔH = –ve
A + B + তাপ → উৎপাদ
নিচের কোনটি সঠিক?
তাপোৎপাদী বিক্রিয়া (Exothermic reaction) হলো সেই বিক্রিয়া যেখানে তাপ উৎপন্ন হয়। তাপোৎপাদী বিক্রিয়ার জন্য ∆H মান নেতিবাচক (–ve) হয়।
i. L + M → উৎপাদ + তাপ: এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া কারণ তাপ উৎপন্ন হচ্ছে।
ii. X + Y → উৎপাদ; ΔH = –ve: এখানে ∆H নেতিবাচক, যা নির্দেশ করে যে এটি তাপোৎপাদী বিক্রিয়া।
iii. A + B + তাপ → উৎপাদ: এই বিক্রিয়ায় তাপ শোষণ করা হচ্ছে, তাই এটি একটি তাপগ্রাহী (Endothermic) বিক্রিয়া, তাপোৎপাদী
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই