যৌবনের গান
তরুণেরা কোনো বাধা মানে না। বারুদের মতো সহজেই তরুণপ্রাণে আগুন ধরে। বন্দুক, কারাগার, ফাঁসি- কোনোকিছুর ভয়েই তার প্রাণস্পন্দন স্তব্ধ হয় না। এদের মধ্যে গাম্ভীর্য, বিনয়, ধর্মময় বলতে কিছু নেই। মৃত্যুকে হাস্য- পরিহাসে তুচ্ছ করে ওরা এগিয়ে যায় নতুন সমাজ ও মুক্তজীবনের পথে। ওরা বুলেটের মতো তীব্র ও ক্ষুধার মতো সত্য।
উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধে ফুটে উঠেছে-
i. যৌবনের জয়গান
ii. নিভীকতা
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের জয়গান, নির্ভীকতা ও সাহসিকতার *মতো বৈশিষ্ট্যগুলো উদ্দীপকে তরুণদের মধ্যে ফুটে উঠেছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found