গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যসমূহ ও গ্যাসের গতিতত্ত
তরল পদার্থের বাষ্পায়নের হার কোন বিষয়টির উপর নির্ভরশীল নয়?
নিম্নলিখিত বিষয়ের উপর বাষ্পায়ন নির্ভর করে :-
*বায়ু প্রবাহ :
তরলের উপর বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপরিতলের ক্ষেত্রফল তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হয়, বাষ্পায়ন তত দ্রুত হয়।
*তরলের প্রকৃত : বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয়। উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বাধিক।
*তরলের উপর চাপ :
তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়। চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে।
*তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা :
তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়।
*বায়ুর শুষ্কতা:
তরল পদার্থের উপরিতলের বাতাস যত শুষ্ক হবে, অর্থাৎ বায়ুতে যত কম পরিমাণ জলীয় বাষ্প থাকবে বাষ্পায়ন তত দ্রুত হবে। শীতকালে বায়ু শুষ্ক থাকে বলে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিম্নের কোন বস্তুর কণাগুলোর শুধুমাত্র কম্পন-গতি রয়েছে?
কোন গ্যাস অণুর ব্যাসএবং প্রতি ঘনমিটার গ্যাস অণুর সংখ্যাগ্যাসটির গড় মুক্ত পথ কত হবে?
একটি গ্যাস অণুর ব্যাস এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হলে গ্যাস অণুর গড় মুক্তপথ হবে কত ?
গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। সুতরাং অণুগুলোর -