৪.১ তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ
তড়িৎ রাসায়নিক কোষে—
i. রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত
ii. অ্যানোড ধনাত্মক হয়
iii. অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয
নিচের কোনটি সঠিক?
তড়িৎ রাসায়নিক কোষে, i ও iii বিবৃতিগুলো সঠিক।
* i. রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত: এটি সঠিক। তড়িৎ রাসায়নিক কোষের মূল কাজই হলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। যেমন, ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।
* ii. অ্যানোড ঋণাত্মক হয়: এই বিবৃতিটি ভুল। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড সাধারণত ঋণাত্মক তড়িৎদ্বার হয়, তবে এটি ধনাত্মকও হতে পারে। তবে, গ্যালভানিক বা ভোল্টাইক কোষে (যা এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ) অ্যানোড ঋণাত্মক হয়। প্রশ্নটিতে সুনির্দিষ্টভাবে গ্যালভানিক কোষের কথা উল্লেখ না থাকায়, এটি সর্বদা ঋণাত্মক হবে বলা যায় না।
* iii. অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়: এটি সঠিক। অ্যানোড হলো সেই তড়িৎদ্বার যেখানে জারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন মুক্ত হয়। এই মুক্ত ইলেকট্রনগুলোই বর্তনীর মধ্য দিয়ে ক্যাথোডের দিকে প্রবাহিত হয়ে বিদ্যুৎ তৈরি করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই