ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ
ডেটাবেজে রিলেশন কয় ধরনের?
রিলেশনশিপের প্রকারভেদডেটা টেবিলের মধ্যে রিলেশন নিম্নলিখিত তিন প্রকার হতে পারে-One to One রিলেশন,One to Many বা Many to One রিলেশন ওMany ot Many রিলেশন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ID | Name | Address |
|---|---|---|
1001 | Anika Azad | Kushtia |
1002 | Shafin Hasan | Dhaka |
1003 | Adnan Jaami | Rangpur |
Table-1
SL | Designation | Address |
|---|---|---|
1 | Manager | 40,000 |
2 | Officer | 25,000 |
3 | Accountant | 50,000 |
Table-2
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।
রিলেশনাল ডেটাবেজে প্রাইমারি কি হতে পারে কোনটি?
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ ডেটাবেজ কোনটি?

টেবিলদ্বয়ের মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান?