বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ
ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ
গলার ক্রমব্যবহার
গলার দৈর্ঘ্যের প্রকরণ
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ব্যবহার :
(i) জিরাফের আদি পুরুষের গলা ও সামনের পা দুটি এখনকার ঘোড়ার মত খাটো ছিল এবং এরা ঘাস বা ছোট ছোট গাছ আহার করতো। বিভিন্ন প্রাকৃতিক কারণে চারণভূমির অভাব ঘটলে এরা গাছের উঁচু শাখা-প্রশাখার পাতা খেতে শুরু করে। উঁচু ডাল-পালা থেকে পাতা খাওয়ার জন্য সৃষ্ট ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী গলার দৈর্ঘ্য বংশ পরম্পরায় একটু করে বাড়তে থাকে । এভাবে খাটো গ্রীবাধারী পুর্বপুরুষ থেকে বর্তমান যুগের লম্বা গ্রীবাধারী জিরাফের উদ্ভব ঘটেছে ।
(ii) হাঁস, পেলিকান, হাড়গিলা প্রভৃতি পাখি আদিকালে স্থলচর ছিল । খাদ্য সংগ্রহের জন্য পানিতে সাঁতারের প্রয়োজনে পায়ের অধিক ব্যবহারের ফলে পায়ের আঙ্গুলের গোড়া থেকে চামড়া বৃদ্ধি পেয়ে লিপ্তপদ (webbeed feet) বিশিষ্ট পাখির উদ্ভব ঘটায় ।
এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্ত্রী জিরাফের গলা এর শরীর অনুপাতে লম্বা হয়ে থাকে। আর প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফের গলা প্রাপ্তবয়স্ক স্ত্রী জিরাফের চেয়ে আনুপাতিক হারে চওড়া হয়। ছবি: পেন স্টেট ফলস্বরূপ গবেষকরা মনে করেন, প্রাকৃতিক নির্বাচনের কারণেই স্ত্রী জিরাফের গলা লম্বা হয়ে থাকে, যেখানে পুরুষ জিরাফের প্রশস্ত গলার জন্য দায়ী যৌন নির্বাচন সংক্রান্ত চাপ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“
একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।
জীববিজ্ঞানের ইতিহাসে দু'জন বিজ্ঞানীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। একজন বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন এবং অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন।
লিমা চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ ও ডাইনোসর এর ছবি দেখে ভিতরে প্রবেশ করল। সে চিড়িয়াখানায় লম্বা গলাবিশিষ্ট জীবন্ত জিরাফ দেখলেও ডাইনোসর দেখতে পেল না।