বিভিন্ন প্রজন্মের মোবাইল
টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
MMS অর্থাৎ মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস (Multimedia Messaging Service)। এটি একটি মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি যার মাধ্যমে শুধুমাত্র লেখা নয়, বরং ছবি, ভিডিও, অডিও এবং অন্যান্য ধরনের মাল্টিমিডিয়া ফাইলও পাঠানো ও গ্রহণ করা যায়।
SMS এবং MMS এর মধ্যে পার্থক্য:
SMS (Short Message Service) শুধুমাত্র টেক্সট বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। MMS SMS এর চেয়ে অনেক বেশি কার্যকরী। এটির মাধ্যমে ছবি, ভিডিও, অডিও এবং এমনকি ছোট অ্যাপ্লিকেশনও পাঠানো যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়?
দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলনচাঁপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ঐ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতো। দোলনচাঁপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিসেবা গ্রহণ করতে পারি।
মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ড গুলো হল-
i. UMTS (Universal Mobile Telecommunication System)
ii. LTE (Long Term Evolution)
iii. MIMI (Multiple Input Multiple Output)
কোন প্রজন্মের মোবাইলে রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল মোডে ব্যবহৃত হয়?