জিন ও জেনেটিক কোড
জেনেটিক কোডন এর বৈশিষ্ট্য-
এটি ট্রিপলেট
কোডন সার্বজনীন
AUG হলো প্রারম্ভিক কোডন
নিচের কোনটি সঠিক?
জেনেটিক কোডের বৈশিষ্ট্যাবলি (Characteristics of genetic code)
১। জেনেটিক কোড নিউক্লিওটাইডের ৬৪টি ট্রিপলেট নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে কোডন বলা হয় ।
২। একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করে (যেমন-লিউসিন)
৩। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাডিকে কোড করে না।
৪। কোডন তৈরিতে নিউক্লিওটাইড (এখানে letter বা অক্ষর) কখনে ওভারলেপ করে
না (non-overlapping) বরং ক্রমসজ্জা ( sequence) অনুসরণ করে।
৫। কোডনসমূহ সার্বজনীন (universal) অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে
প্রযোজ্য এবং সেই আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনও একই
রকম আছে।
৬। জেনেটিক কোড বা কোডন সর্বদা তিন অক্ষরবিশিষ্ট বা ট্রিপলেট হয় ।
৭। শুরু ও সমাপ্তি কোডন সুনির্দিষ্ট কোডন AUG দিয়ে পলিপেপ্টাইড-এর শুরু এবং
কোডন UAA, UAG বা UGA দিয়ে এর সমাপ্তি ঘটে।
৮। দুটি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। আবার সমাপ্তি কোডন না
আসা পর্যন্ত অব্যাহতভাবে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি চলতে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই