বিভীষণের প্রতি মেঘনাদ
'জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল রক্ষঃপুরে।' এখানে রক্ষঃপুরে বলতে কী বোঝানো হয়েছে?
রক্ষঃপুরে শব্দের শাব্দিক অর্থ রাক্ষসদের পুরীতে না নগরে; তবে কবিতায় “নিকুম্ভিলা যজ্ঞাগার“কে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে
পশিল-প্রবেশ করল।
রক্ষঃপুরে-রাক্ষসদের পুরীতে বা নগরে। এখানে নিকুম্ভিলা যজ্ঞাগারে।
রক্ষঃশ্রেষ্ঠ-রাক্ষসকুলের শ্রেষ্ঠ, রাবণ।
তাত-পিতা। এখানে পিতৃব্য বা চাচা অর্থে।
নিকষা-রাবণের মা।
শূলীশম্ভুনিভ-শূলপাণি মহাদেবের মতো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'স্থাপিলা বিধুরে......... স্থাণুর ললাটে', শূন্যস্থানে কোন শব্দ বসবে?
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল যাদের বিশ্বাসঘাতকতায় তাদের মধ্যে অন্যতম প্রধান সেনাপতি মীরজাফর। প্রধান সেনাপতি হয়েও তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেননি। শুধু মীরজাফরই নয় রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠও যুদ্ধে চরম অসহযোগিতা করেছে। কিন্তু মোহনলাল ও মীরমর্দান বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে নি। দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। পক্ষান্তরে মীরজাফর এবং তার দোসররা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাঙালি জাতিকে প্রায় ২০০ বছর ইংরেজদের গোলামি করতে বাধ্য করেছে।
নিচের কোন শব্দের অর্থ মেঘের ডাক?
‘বাসবত্রাস' কে ?