ব্যাংক হিসাবের প্রকারভেদ
জনাব মনির একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন। এ হিসাব হতে তিনি মুনাফাও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করেন। এবার তিনি জাতীয় ক্রীড়া সংস্থার লটারি কিনে সৌভাগ্যক্রমে দশ লক্ষ টাকা পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত সম্পূর্ণ টাকা এককালীন ব্যাংকে একটি বেশি আয়ের হিসাব খুলে তাতে জমা রাখবেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি., রাকিব হাসান একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব পরিচালনা করেন। যে ক্ষেত্রে তিনি যখন ইচ্ছা টাকা জমা দেওয়া ও উত্তোলন করতে পারেন এবং প্রয়োজনে জমার অতিরিক্ত টাকাও ব্যাংক দিয়ে থাকে। তিনি তার ছেলের পড়াশোনার খরচ ঢাকায় পাঠানোর জন্য ছেলেকে ব্যাংকে একটি হিসাব খুলতে বলেন। মি. রাকিব হাসানের ছেলে ব্যাংকে হিসাব খুলতে গেলে ব্যাংক ম্যানেজার তার জন্য উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেন।
মি. সানী ও রানা দু'জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মি. সানী তার ব্যবসায়িক কাজের জন্য পূর্বা ব্যাংকে হিসাব পরিচালনা করেন। ব্যাংক হিসাবের বিপক্ষে চেক বই প্রদানের পাশাপাশি একটি প্লাস্টিক কার্ডও প্রদান করে। মি. রানা ৫ লক্ষ টাকার মোটরপার্টস বাকিতে মি. সানীর কাছে বিক্রয় করেন। এরপর থেকে মি. সানীর ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ আছে। উপায়ন্ত না পেয়ে মি. রানা আদালতের শরণাপন্ন হলে, আদালত পূর্বা ব্যাংকের প্রতি একটি আদেশ দেয়।
ভবিষ্যতের কথা চিন্তা করে ঋজু ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা একটি ব্যাংক হিসাবে জমা রাখে। ব্যাংক তাকে কোনো চেক বই দেয়নি। অপরদিকে, তার বন্ধু প্রীতম প্রতি মাসে ৫,০০০ হাজার টাকা করে ব্যাংকে একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখে, যেখানে আগামী ১০ বছর পর্যন্ত জমা রাখতে হবে। মেয়াদ শেষে উভয়েই এককালীন সম্পূর্ণ টাকা উত্তোলন করবে।
মিসেস নার্গিস একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি সঞ্চয় করতে আগ্রহী। এজন্য তিনি সুরমা ব্যাংকে একটি হিসাবও খোলেন। কিন্তু তিনি সেখানে কোনোভাবেই সঞ্চয় করতে পারছেন না। মাঝে মাঝে যা সঞ্চয় করেন তা আবার উঠিয়ে নেন। পরে তার এক সহকর্মীর পরামর্শে তিনি ঐ ব্যাংকে ১০ বছর মেয়াদি একটি হিসাব খোলেন। সেখানে তিনি প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন। এখন তিনি একটু
কষ্ট করে হলেও সঞ্চয় করতে পারছেন।