আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক
জনাব ‘ক’ সম্প্রতি জাপানে গিয়ে দেখলেন মন্ত্রী তাঁর গাড়ি থেকে নেমে হেঁটে না গিয়ে দৌড়ে তাঁর অফিসে প্রবেশ করছেন। কারণ হিসেবে তিনি জানালেন, যে জাপানিরা সময় বাঁচানোর জন্য এটি করে। রাস্তার ময়লা-আবর্জনা যে কেউ কুড়িয়ে ডাস্টবিনে ফেলছে। এরপর তিনি কয়েকটি শপিং মলে গিয়ে দেখলেন যে সেখানে কোনো ম্যানেজার বা সেল্সম্যান নেই । ছোট বড় নির্বিশেষে সবাই তাদের পছন্দকৃত পণ্য বাছাই করে গায়ে লেখা মূল্যটা একটি বাক্সে ফেলে যাচ্ছে। পরে তিনি জানলেন জাপানি শিশুদের স্কুল ও পরিবার থেকে এ বিষয়গুলো শেখানো হয় যা তাদের মূল্যবোধ তৈরীতে সহায়ক হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চালকল শ্রমিক আমেনা ও করিম উদ্দিন। আমেনা দিন রাত পরিশ্রম করে পায় ৪০০ টাকা আর করিম উদ্দিন পায় ৬০০ টাকা। আমেনা এর প্রতিবাদ করলে মালিক তাকে ছাটাই করার ভয় দেখায়। কুমিল্লায় দু'শতাধিক চালকলে আমেনার মতো দু'হাজারের বেশি নারী শ্রমিক কাজ করে।
মি. রহমান একজন উচ্চ আদালতের বিচারপতি। তিনি এমন কিছু মামলার উপর রায় প্রদান করেছেন, যা প্রচলিত আইনে নেই। তিনি তার ন্যায়বোধ, অভিজ্ঞতা ও বিচক্ষণতার আলোকে এই সকল মামলার রায় প্রদান করেছেন। তার প্রদত্ত রায় অন্যান্য বিচারপতিদের কাছে অনুসরণীয় হয়ে আছে।
ব্যক্তির ইচ্ছামত কোনো কিছু করা বা না করাকে বোঝায়, যদি উত্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে।