প্রারম্ভিক ও সমাপনি দাখিলা
জনাব ইশরাক ১ জুলাই, ২০২১ সালে নগদ ২,০০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ । পণ্য ক্রয়— ৬০,০০০ টাকা ভাড়া প্রদান— ৫,০০০ টাকা ধারে পণ্য বিক্রয়— ৮০,০০০ টাকা আয়কর পরিশোধ— ২৫,০০০ টাকা
জনাব ইশরাকের স্বত্বাধিকারের পরিমাণ কত?
প্রা:সম্পদ =প্রা:দায় + প্রা:মালিকানা সত্ত্ব
বা, প্রা:সম্পদ-প্রা:দায়=প্রা: মালিকানা সত্ত্ব
বা,২৭০০০০-৪০০০০=২৩০০০০ টাকা।
আমরা জানি,সমাপনী মালিকানা সত্ত্ব/সত্ত্বাধিকার
=প্রা:মালিকানা সত্ত্ব+আয়-ব্যয়-উত্তোলন
=২৩০০০০+৮০০০০-(৬০০০০+৫০০০)-২৫০০০
=২২০০০০ টাকা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব হালিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা মোতাবেক হিসাব বই সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর তার আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
হিসাবের নাম | ১ জানুয়ারি, ২০১৬ টাকা | ৩১ ডিসেম্বর, ২০১৬ টাকা |
নগদ তহবিল ব্যাংকে জমা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব মজুদ পণ্য যন্ত্রপাতি প্রাপ্য মোট প্রদেয় নোট | ২০,০০০ (কে.) ৮,০০০ ২৮,০০০ ৭,০০০ ২৫,০০০ ৪০,০০০ ১০,০০০ | ১৬,০০০ ১৫,০০০ ১৬,০০০ ৫,০০০ ৩৬,০০০ ৬০,০০০ ৪,০০০ |
২০১৬ সালে জনাব হালিম
নগদ ৬,০০০ টাকা ও ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ০১-০৭-২০১৬ তারিখে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২০,০০০ টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কিনেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
জনাব আরমান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, বেতন প্রদান ৫,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ।
জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত?
সাগর এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন ১,৭০,০০০ টাকা, উত্তোলন ২০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৬০,০০০ টাকা এবং বিক্রয় ২,৭০,০০০ টাকা। এ বছর তাদের নিট লাভ হয়েছে ৫০,০০০ টাকা।
সাগর এন্টারপ্রাইজের ব্যবসায়ে মালিকানা স্বত্বের পরিমাণ কত?