ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড
চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-
ডেটা কমিউনিকেশনে ব্রডকাস্টের মাধ্যমে গ্রুপভুক্ত সকল নোডকে ডেটা প্রেরণ করা যায়, কিন্তু যদি এমন ব্যবস্থা করা যায় যে ডেটা গ্রুপভুক্ত সকল কম্পিউটার ডেলিভারি না হয়ে শুধুমাত্র যাদের যাদের ডেটার প্রয়োজন রয়েছে তাদের কাছে ট্রান্সমিট হলে সেক্ষেত্রে এটি হবে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হলো নেটওয়ার্কভুক্ত এমন একটি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, যেখানে প্রেরক কম্পিউটার (বা নোড) হতে ডেটা ট্রান্সমিট হলে তা গ্রুপভক্ত অনুমোদিত নোড বা নোডসমূহই (প্রাপক) গ্রহণ করতে পারবে। এটি ওয়ান টু এন (1 to N) নামেও পরিচিত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রেডিও সম্প্রচারের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
টুইস্টেড পেয়ার ক্যাবলে কয় জোড়া তার থাকে
সিমপ্লেক্স মোডের উদাহরণ নিচের কোনটি?
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নে উত্তর দাও। আফ্রাদের বিশ্ববিদ্যালয় আইআইসিটি একটি পাঁচতলা ভবন। তার কর্তৃপক্ষ বিভিন্ন তলায় থাকা সমস্ত কম্পিউটারকে একই নেটওয়ার্কে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
আফ্রাদের বিশ্ববিদ্যালয়ের ভবনের ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ করা যেতে পারে পদ্ধতিতে-
i. ইউনিকাস্ট
ii. ব্রডকাস্ট
iii. মাল্টিকাস্ট
নিচের কোনটি সঠিক?