জীবন-সঙ্গীত
চেষ্টা যত্ন অনুরাগ মনের বান্ধব।
আলস্য তাদের কাছে রণে পরাভব।
উদ্ধৃতাংশের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তিন সন্তানের মা আসমা বানু অল্প বয়সেই বিধবা হন। সহায়-সম্পত্তি তেমন না থাকলেও তিনি দর্জির কাজ করে সন্তানদের মানুষ করেন। আজ আসমা বানু একজন সার্থক মা।
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোনটির উপর নির্ভর করতে নিষেধ করেছেন?
i. অতীতের
ii. বর্তমানের
iii. ভবিষ্যতের
নিচের কোনটি সঠিক?
'জীবন পুষ্পশয্যা নয়'— এ ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার ভাবের সাদৃশ্য আছে?
মানুষ সৃষ্টির সেরা জীব। মানবজীবন নাতিদীর্ঘ। মানুষ স্বীয় কর্মের জন্য সাফল্য-ব্যর্থতায় পর্যবসিত হয়। ভোগ, লোভ-লালসার চিন্তায় মানুষ ব্যর্থতা অর্জন করে। পক্ষান্তরে ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে।