বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ
ঘোড়ার বিবর্তনের ক্রমের ক্ষেত্রে কোনটি সঠিক?
Plesihippus (প্লেসিহিপ্লাস): Pliohippus-এর আরও একধাপ উন্নতি ঘটে এ জাতীয় ঘোড়ায় এবং এ থেকেই প্লিস্টোসিন ইপোকে (১০ লক্ষ বছর আগে) আধুনিক ঘোড়া Equus (ইকুয়াস)- এর উৎপত্তি হয়েছে।
ইওহিপ্লাস →অরোহিপ্লাস →মেজোহিপ্লাস→ মেরিচিপ্পাস→ প্লিওহিপ্লাস →প্লেসিহিপ্পাস →ইকুয়াস (আধুনিক ঘোড়া)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“
একটি বাণিজ্যিক মহাকাশযানের নভোচারী রহস্যময় অজানা উৎসের অনুসন্ধান করতে গিয়ে একটি জীবন্ত ফসিলের সন্ধান পান। এটির সাদা দাগসহ কালো রঙের। আরেকটি প্রজাতি পাওয়া গেছে যা পাখির বৈশিষ্ট্য বহন করে কিন্তু বাচ্চা মায়ের দুধ পান করে বেঁচে থাকে এবং তাদের দেহ পশম দ্বারা আবৃত।