ঘাসফড়িংএর চলন,শ্রমবন্টন,পরিপাক তন্ত্র ও পরিপাক পদ্ধতি
ঘাসফড়িং-এর পৌষ্টিকনালির কোন অংশে ক্রপ ও গিজার্ড পাওয়া যায়?
ঘাসফড়িং এর- পৌষ্টিকনালি -
i.স্টোমোডিয়াম
মুখছিদ্র
গলবিল
গ্রাসনালি
ক্রুপ
গিজার্ড
ii.মেসেন্টেরন
iii.প্রোক্টোডিয়াম
ইলিয়াম
কোলন
রেকটাম
পায়ুছিদ্র
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্টোমোডিয়ামের কোন অংশে সিবেরিয়াম নামক প্রকোষ্ঠ থাকে?
ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে কোন অংশটি লেন্সের মত কাজ করে?
পিঁপড়া এবং ঘাসফড়িং

দৃশ্য-১: ঘাসফড়িং পিঁপড়াকে বললো, 'আসো, আমরা তো গল্প করতে পারি।'

দৃশ্য-২: পিঁপড়া বললো, 'আমি শীতের জন্য খাদ্য সঞ্চয়ে সাহায্য করছি, তোমারও সেটা করা উচিত।'
ঘাসফড়িং বললো, 'শীত নিয়ে কেন এত চিন্তা করছো? এখন আমাদের প্রচুর খাবার রয়েছে আর আমার তো অনেক শক্তিশালী মুখোপাঙ্গ আছে।'

দৃশ্য-৩: ঘাসফড়িং বললো, 'আমাদের শক্তিশালী পরিপাকতন্ত্র আছে'। কিন্তু এ কথায় কান না দিয়ে পিঁপড়া তার কাজে চলে গেল।
ঘাসফড়িং এর মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর নিম্নের কোনটি দ্বারা তৈরি?