৫.৮ গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার প্রস্তুতি এবং ব্যাবহার
গ্লাস ক্লিনারের সক্রিয় (ক্লিনিং) উপাদান কোনটি?
জানালার গ্লাসে ও বিভিন্ন সামগ্রীর গ্লাসে ময়লা, গ্রিজ ও গুঁড়া কার্বনের কালি জমা হয়ে থাকে। তাই এসবের পরিষ্কার করার কাজে গ্লাস ক্লিনার দরকার হয়। গ্লাসের সংযুক্তিতে বিভিন্ন সিলিকেট থাকে। তাই সবল ক্ষার যেমন কস্টিক সোডা (NaOH) ও কস্টিক পটাস (KOH) দ্রবণ গ্লাসের সংস্পর্শে গ্লাসের উপাদান সিলিকেটের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবণীয় সোডিয়াম সিলিকেট বা পটাসিয়াম সিলিকেট উৎপন্ন করে। এর ফলে গ্লাসে দাগ সৃষ্টি হয়। তাই গ্লাস ক্লিনারের উপাদানরূপে ঐ সব ক্ষার দ্রবণ ব্যবহার করা সঠিক হবে না । এ কারণে গ্লাস ক্লিনারে গ্রিজের দ্রাবকরূপে অ্যামোনিয়া ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ভিনেগার | টয়লেট ক্লিনার | গ্লাস ক্লিনার |
A | B | C |
গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার ব্যবহৃত ক্ষার দ্রবণ দুটির বেলায়-
i. অ্যামোনিয়া দ্রবণ গ্লাসের সিলিকার সাথে বিক্রিয়া করে
ii. কস্টিক সোডা গ্লাস ক্ষয় করে
iii. সিরামিক কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে না
নিচের কোনটি সঠিক?
টয়লেট ক্লিনারে মূল ক্লিনিং উপাদন কোনটি?
অ্যামোনিয়া দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল ও ডিটারজেন্ট-এর মিশ্রণ একটি পরিষ্কারক।