প্রত্যাবর্তনের লজ্জা
গ্রামের এককোণে ছোটো একটি বাড়ি। বৃদ্ধ বাবা বারান্দায় বসে তসবি জপ করছেন। মা উঠোনে বসে রান্নার জোগাড় করছেন। ছেলেমেয়েরা বড়ো হচ্ছে। তাদের চোখে-মুখে স্বপ্ন। একে অপরকে নানাভাবে তারা সাহায্য করে। কাজেকর্মে তারা সময়নিষ্ঠ ও সচেতন।
উদ্দীপকটি যেদিক থেকে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ-
i. চিরায়ত পারিবারিক চিত্র
ii. সম্পর্কের বন্ধন
iii. চিরকালীন ব্যস্ততা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে এক আন্তরিক, স্বপ্নময় ও ভালোবাসায় গাঁথা পরিবারের চিত্র ফুটে উঠেছে—যেখানে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করছে, পারস্পরিক সম্পর্ক দৃঢ়।
“প্রত্যাবর্তনের লজ্জা” কবিতাতেও কবি সেই চিরায়ত পারিবারিক বন্ধন, স্নেহ-ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার অনুভব প্রকাশ করেছেন।
তাই সঠিক উত্তর: i ও ii
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'উৎকণ্ঠিত' শব্দটির অর্থ কী?
মন ছুটেছে মায়ের পানে
মাটির সোঁদা গন্ধ মেখে
ফিরবো আবার প্রাণে মনে।
সকালের সোনারোদ উঠবে হেসে সব ঘরে
গোধূলির রাঙা প্রলেপ মেখে ফিরবে পাখি নীড়ে।
কবিতাংশে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার প্রতিফলিত ভাব হলো-
i. শেকড়ের কাছে ফেরা
ii. প্রকৃতির প্রতি মুগ্ধতা
iii. স্বদেশ ভাবনা
নিচের কোনটি সঠিক?
উবুড় হওয়া বলতে কী বোঝায়?
মন ছুটেছে মায়ের পানে
মাটির সোঁদা গন্ধ মেখে
ফিরবো আবার প্রাণে মনে।
সকালের সোনারোদ উঠবে হেসে সব ঘরে
গোধূলির রাঙা প্রলেপ মেখে ফিরবে পাখি নীড়ে।
প্রতিফলিত ভাবটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় যে চরণে প্রকাশ পেয়েছে-