রাইবোজোম, গলজিবস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল
গলগি বস্তু
নিচের কোনটি সঠিক?
গলগি বস্তু (Golgi Body):
প্রকৃত কোষে নিউক্লিয়াসের কাছাকাছি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত ছোট নালিকাকার, গোলাকার বা ক্ষুদ্র থলিকাকার অঙ্গাণু যারা কোষীয় ক্ষরণে বিশেষভাবে অংশগ্রহণ করে তাদের বলা হয় গলগি বস্তু। একে ডিকটায়োসোম (dictyosome) বা ইডিওসোম (idiosome) বা লাইপোকন্ড্রিয়া (lypochondria) নামেও অভিহিত করা হয়।
ক্যামিলো গলগি (Camillo Golgi, 1898) পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এমন অঙ্গাণু আবিষ্কার করেন। পরবর্তীতে তাঁর নামানুসারেই এ অঙ্গাণুর নামকরণ করা হয়।
নিঃসৃত পদার্থ সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে ভূমিকা রাখে বলে গলগি বস্তুকে “কোষের ট্রাফিক পুলিশ” বলা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপকের "A" অংশটির কাজের ক্ষেত্রে প্রযোজ্য-
প্রোটিন সংশ্লেষণ
স্নেহ বিপাক ও সাইটোক্রোম উৎপাদন করা
কোষ বিভাজনে কোষপ্লেট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
70S রাইবোসোম পাওয়া যায়-
i. আদিকোষে
ii. মাইটোকন্ড্রিয়ায়
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
লাইসোসোম কোষের এমন একটি অঙ্গানু যা -
সাধারণত দন্ডাকার
অটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করে
দ্যা দু'বে ১৯৫৫ সালে আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
সেন্ট্রিওল কে আবিষ্কার করেন?