সবাত শ্বসন
ক্রেবস চক্রের প্রথম তৈরি বস্তু কোনটি?
ক্রেবস চক্রের প্রথম পদার্থ বা শিশু পদার্থটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসেটাইল কোএ (acetyl CoA) তৈরি হয় এবং অ্যাসেটাইল কোএ-এর সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংমিশ্রণে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাই সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রের প্রথম তৈরি বস্তু।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
2ATP
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রক্রিয়া-১ | প্রক্রিয়া-২ |
অক্সিজেনের উপস্থিতিতে | অক্সিজেনের অনুপস্থিতিতে |
গ্লুকোজের সম্পূর্ণ জারণ | গ্লুকোজের অসম্পূর্ণ জারণ |

দৌড় প্রতিযোগিতার সময় প্রতিযোগীদের হাত ও পায়ের পেশিতে খিচুনী অনুভূত হয়। সাধারণত দ্রুত দৌড়াতে গিয়ে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে তাদের পেশিতে এক ধরনের জৈব অ্যাসিড সংশ্লেষিত হয় বলে এমনটি ঘটে থাকে। জীবকোষের বাইরেও এই প্রক্রিয়াটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।