ক্রোসিং ওভার
ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভারের ৩টি গুরুত্ব লিখ।
ক্রসিং ওভার: মায়োসিস-১ এর প্যাকাইটিন উপ-পর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড-এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে।
ক্রসিং ওভারের গুরুত্ব সমূহ:
(i) ক্রসিং ওভারের সহায়তায় ক্রোমোসোমের দেহাংশের বিনিময় হয়। ফলে ক্রোমোসোমের দেহে জিনের নতুন বিন্যাস ঘটে।
(ii) ক্রোমোসোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন এর সৃষ্টি হয়। জীবের অভিব্যক্তিতে জেনেটিক ভ্যারিয়েশন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই, এক কথায় বলা যায় ক্রসিং-ওভার অভিব্যক্তির সহায়ক।
(iii) ক্রোমোসোমদেহে জিনের সরলরৈখিক বিন্যাস ক্রসিং-ওভারের সাহায্যেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
(iv) ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয় ও ক্রোমোসোম-ম্যাপ তৈরি করা সম্ভব।
(v) কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং-ওভারের যথেষ্ট ভূমিকা বিদ্যমান।
(vi) জিনতাত্ত্বিক গবেষণায় ক্রসিং ওভার একটি আকর্ষণীয় বিষয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই