৪.৫ লা শাতেলিয় নীতি ও শিল্প উৎপাদন
ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ লঘু খনিজ এসিডে দ্রবীভূত হয়। এ কারণ হলো-
i. আয়নটি শক্তিশালী ক্ষারক
ii. আয়নটি দ্রুত এর সাথে বিক্রিয়া করে
iii. দ্রবণে ক্যালসিয়াম কার্বনেটের সাম্যাবস্থা ডান দিকে যায়
নিচের কোনটি সঠিক?
ক্যালসিয়াম কার্বনেটকে লঘু খনিজ এসিডে যোগ করা হয়, তখন এসিড থেকে H⁺ আয়ন এবং ক্যালসিয়াম কার্বনেট থেকে CO₃²⁻ আয়ন মুক্ত হয়। এই দুইটি আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ার ফলে দ্রবণ থেকে কার্বনেট আয়ন অপসারিত হয় এবং ল্যাশাতেলির নীতি অনুযায়ী সাম্যাবস্থা ডান দিকে সরে যায়।
বিক্রিয়ার ফলে দ্রবণে কার্বনেট আয়ন অপসারিত হওয়ায় ল্যাশাতেলির নীতি অনুযায়ী সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। এর মানে হল, আরও বেশি ক্যালসিয়াম কার্বনেট বিযোজিত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন উৎপন্ন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই