অপবর্তন ও অপবর্তন গ্রেটিং
কোনো গ্ৰেটিং-এর একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা -
N= a + b
নিচের কোনটি সঠিক?
যে কোনো একটি চিড়ের শুরু থেকে পরবর্তী চিড়ের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। অন্যভাবে বলা যায় যে কোনো চিড়ের শেষ প্রান্ত থেকে পরবর্তী চিড়ের শেষ প্রান্তের দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে।
ব্যাখ্যা: মনে করি, একটি গ্রেটিং-এর প্রতিটি চিড়ের বেধ বা প্রস্থ = a
এবং প্রতিটি রেখার বেধ বা প্রস্থ = b
সংজ্ঞানুসারে, গ্রেটিং ধুবক, d = a + b
d-কে অনেক সময় গ্রেটিং উপাদান (Grating element) বলা হয়।
গ্রেটিং-এর 'd' দৈর্ঘ্যে রেখার সংখ্যা = 1টি
অতএব, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা,
গ্রেটিং-এর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুকে বলা হয় অনুরূপ বিন্দু (corresponding points)।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রস্থের 1টি চিড়ের মধ্য দিয়ে যাবার সময় ১ম অবমের জন্য 30° অপবর্তন কোণ সৃষ্টি হবে। তরঙ্গদৈর্ঘ্য কত?
অপবর্তন কত প্রকার ?
রায়হান অপটিকস ল্যাবে তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট একবর্ণী আলো প্রস্থের চিড়বিশিষ্ট একটি অপবর্তন গ্রেটিং-এর উপর লম্বভাবে আপতিত করল। সে ধারণা করেছিল যে সে নয়টি চরম বিন্দু দেখতে পারবে।
অপবর্তন গ্রেটিং এর সাহায্যে-
i. তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়।
ii. তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করা যায়।
iii. নির্দিষ্ট দিকে আপতিত আলোক রশ্মিকে একত্রিত করা যায়।
নিচের কোনটি সঠিক?