ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড
কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?
ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
এক্ষেত্রে একইসময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। চিত্রে ফুল-ডুপ্লেক্সের ক্ষেত্রে, ক যখন খ এর দিকে ডেটা প্রেরণ করবে খও তখন ক এর দিকে ডেটা প্রেরণ করতে পারবে। উদাহরণ-টেলিফোন, মোবাইল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মঈন তার বন্ধুর বাসায় টেলিভিশনে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। ম্যাচ দেখে ফেরার পথে, সে একটি ট্রাক দুর্ঘটনা দেখতে পেল। একজন পুলিশ অফিসার ট্রাকের সামনে দাড়িয়ে মোবাইল ফোনের মতো একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছেন। সেই সময় মঈনের বন্ধু তুহিন তাকে মোবাইল ফোনে কোন দেশ ম্যাচ জিতেছে তা জানতে চায়। মঈন উত্তর দিল জার্মানি।
মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত থাকে কোন ডেটা ট্রান্সমিশনে?
সিনক্রোনাস সিস্টেমে--
i. ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়
ii. ডেটাকে ক্যারেক্টার বাই কারেক্টার পাঠানো হয়
iii. হেডার এবং ট্রেইলর ইনফরমেশন সিগনাল
নিচের কোনটি সঠিক?
নির্দিষ্ট কোন দিক থেকে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে?