প্রজাতি, জীবগোষ্ঠী ও জীবসম্প্রদায় এবং ইকোলজিক্যাল পিরামিড
কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক নয়?
ক. ব্যাকটেরিয়া ও খ. মৃতজীবী ছত্রাক: এই দুটি হলো বাস্তুতন্ত্রের প্রধান বিয়োজক। এদেরকে পরিষ্কারক (Scavengers) বা খাদক (Consumers) হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যারা মৃত পদার্থকে ভেঙে দেয়।
গ. পতঙ্গ (Insect): কিছু পতঙ্গ (যেমন: Dung beetles, কিছু মাছি বা লার্ভা) ডেট্রাইটিভোর (Detritivore) বা খাদক হিসেবে মৃত এবং পচনশীল জৈব পদার্থ ভক্ষণ করে বিয়োজন প্রক্রিয়ায় পরোক্ষভাবে সাহায্য করে। তাই এরা সরাসরি বিয়োজক না হলেও বিয়োজন প্রক্রিয়ায় যুক্ত থাকে।
ঘ. শৈবাল (Algae): শৈবাল হলো উৎপাদক (Producer)। এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং পরিবেশ থেকে জৈব পদার্থ ভাঙে না, বরং তৈরি করে। তাই শৈবাল কোনোভাবেই বিয়োজক নয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই