১.১৮ মিঠা পানি, পানি দূষণ,পানির বিশুদ্ধতার মানদন্ড
কোনটি পানির অস্থায়ী খরতার জন্য দায়ী?
১. সারফেস ওয়াটার হলো নদী-নালা, খাল-বিল, হ্রদ, লেক, পুকুর, ঝরনা ইত্যাদির পানি। যদি পরিবেশ দূষিত না হয় তবে এর pH এর মান 6.7-7.4 মধ্যে থাকে অর্থাৎ pH নিরপেক্ষ হয়। যদি এর মধ্যে HNO থাকতো তবে এটি অম্লধর্ম প্রদর্শন করতো।
২. পানিতে সাধারনত Ca, Mg, Sn, Fe, Mn প্রভৃতি লবণ দ্রবীভূত থাকলে পানি খর হয়। পানির খরতা দুই ধরনের
i. স্থায়ী ii. অস্থায়ী
স্থায়ী খরতা: পানিতে Ca, Mg, Sn, Fe, Mn প্রভৃতির ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে পানির স্থায়ী খরতার সৃষ্টি হয়। স্থায়ী খরতা EDTA (কিলেটিং এজেন্ট) দিয়ে দূর করা হয়।
অস্থায়ী খরতা: পানিতে Ca, Mg এর বাইকার্বনেট লবণ থাকলে পানি অস্থায়ী খর হয়। অস্থায়ী খর ফুটিয়ে দূর করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই