৫.৭ টয়লেট্রিজ ও পারফিউম
কোনটি কোল্ডক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়?
কোল্ড ক্রিম হলো তেলের মধ্যে পানির ইমালশন। এটি ত্বকের অতিরিক্ত শুষ্কতার হাত থেকে রক্ষা করে। ত্বকের কোমলতা দেয় এবং শীতকালে শরীর হতে অতিরিক্ত তাপ নিঃসরণে বাধার সৃষ্টি করে। ফলে অতিরিক্ত ঠাণ্ডার হাত হতে শরীর সুরক্ষিত হয়। শুষ্ক ও তৈলাক্ত উভয় ত্বকের জন্য উপযোগী এ ক্রিম ত্বকের সূক্ষ্ম ছিদ্রগুলো রক্ষা করে।
উপাদান | পরিমাণ | কাজ |
তরল প্যারাফিন | 40 g | এটি লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে |
শক্ত প্যারাফিন | 9 g | এটি জমাট বাঁধার কাজে ব্যবহৃত হয় |
মোম | 7 g | এটি ঘনত্ব প্রদান করে |
গ্লিসারিন | 9 g | এটি আর্দ্রতারোধক |
পানি | 35 g | ইমালশন এজেন্ট হিসেবে কাজ করে |
প্রোপাইল প্যারাবিন | 0.2.g | প্রিজারভেটিভস্ হিসেবে ব্যবহৃত হয় |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোল্ড ক্রিমে পিচ্ছিলকারক কোনটি?
হাত, চুল বা শরীরের বিভিন্ন অফু অঙ্গ রঙিন সাজ এর জন্য ব্যবহারিত মেহেদী এর সঙ্গে নিচের কোনটি জড়িত?
এসেনসিয়াল তৈল
হেনা গাছ
লাসোন যৌগ
নিচের কোনটি সঠিক ?
ডিটারজেন্ট ও সাবানের তুলনার ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
ট্যালকম পাউডার এর মুল উপাদান হলো ট্যালক,অর্থাৎ হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। নিম্নের কোনটি ট্যালক এর রাসায়নিক সংকেত?