রক্ত ও রক্ত কণিকা
কোন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সঙ্কোচনে উদ্বুদ্ধ করে?
অনুচক্রিকা সেরোটোনিন/(serotonin) নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সঙ্কোচনে উদ্বুদ্ধ করে ও রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে।
রক্তনালির ভিতরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা থাকলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।
হেপারিন | বেসোফিল হেপারিন ক্ষরণ করে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে। |
|---|---|
থ্রম্বোপ্লাস্টিন | থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয়। |
হিস্টামিন | বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্যাকটেরিয়া ধ্বংস করে-
i. নিউট্রোফিল
ii. লাইসোজাইম
iii. মনোসাইট
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে A কণিকাটির বৈশিষ্ট্য হলো-
অণুচক্রিকার ক্ষেত্রে প্রযোজ্য-
লাল অস্থিমজ্জায় সৃষ্টি হয়
৮–১২ দিন বাঁচে
রক্তজমাট বাঁধায় সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
শিক্ষক মানুষের রক্তসংবহন তন্ত্র সম্পর্কে পাঠদানকালে বললেন, তিন ধরনের কোষীয় উপাদান পৃথক পৃথক কাজ সম্পাদন করে থাকে। প্রথমটি শ্বসন গ্যাস বিনিময়, দ্বিতীয়টি প্রতিরক্ষা ও তৃতীয়টি রক্ত তঞ্চনে সহায়তা করে।