৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
কোন মৌলটির গলনাঙ্ক বেশি?
B হলো সিলিকন (Si)
Si (সিলিকন) এর গলনাংক বেশি কারণ এটি একটি সেমিকন্ডাক্টর এবং এর আণবিক গঠনটি খুব শক্তিশালী কোভালেন্ট বন্ড দ্বারা সংযুক্ত থাকে। সিলিকনের স্ফটিক গঠনটি একটি শক্তিশালী তিন-মাত্রিক নেটওয়ার্ক তৈরি করে, যেখানে প্রতিটি সিলিকন পরমাণু চারটি অক্সিজেন পরমাণুর সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে। এই শক্তিশালী বন্ডগুলো ভাঙতে অনেক তাপের প্রয়োজন হয়, তাই সিলিকনের গলনাংক তুলনামূলকভাবে বেশি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পর্যায় সারণিতে অধাতুগুলো কোন ব্লকে রাখা হয়?
একটি মৌলের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস (এখানে n সর্বনিম্ন মানবিশিষ্ট)।
i. মৌলটি অবস্থান্তর নয়
ii. মৌলটি ডায়াম্যাগনেটিক
iii. এটির যৌগসমূহ রঙিন
নিচের কোনটি সঠিক?
[ব্যবহৃত প্রতীকসমূহ মৌলের বাস্তব প্রতীক নয়]
নিচের কোন মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু (Rare Earth Metal) বলে