মধ্যস্তরের ভাষা
কোন প্রোগ্রামিং ভাষাটি জানা থাকলে অন্য যে কোনো প্রোগ্রামিং ভাষা শেখা সহজ?
সি একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা। অন্যান্য উচ্চতর প্রোগ্রামিং ভাষার মতো সি ভাষাতে ভ্যারিয়েবল ,অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রাকচার ইত্যাদি নিয়ে কাজ করা যায়। একটি বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে তথা মডিউল বা প্রসিডিউরে বিভক্ত করে প্রোগ্রাম তৈরি করা যায়। আবার নিম্নস্তরের ভাষার মতো এ ভাষা ব্যবহার করে বিট, বোইট, মেমরি অ্যাড্রেস নিয়েও কাজ করা যায়। উচ্চতর প্রোগ্রাম ভাষা হওয়া সত্বেও নিম্নস্তরের ভাষার সুযোগ সুবিধা ব্যবহার করা যায় বলে সি ভাষাকে মধ্যম স্তরের ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। এটি একটি সাধারণভাবে ব্যবহারের উপযোগী অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং এর ভাষা। স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা হওয়ায় অন্যান্য ভাষার বেসিকের সাথে সি এর নানাভাবে সম্পর্ক রয়েছে তাই বলা হয়ে থাকে এই ভাষাটি জানা থাকলে কম্পিউটারে অন্য যেকোন ভাষা শেখা খুব সহজ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই