মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স সূত্রাবলী ব্যাখ্যা ও ক্রোমোজোম তত্ত্ব
কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে?
* লোকাস : ক্রোমোজোম জিনের নির্দিষ্ট স্থান এর নাম লোকাস।
* হোমোজাইগাস : কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলদুটি সমপ্রকৃতির হলে, তাকে হোমোজাইগাস বলে।
* হেটারোজাইগাস : কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলদুটি অসমপ্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস জীব বলে।
* ব্যাক ক্রস : E জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ- মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ণ।
* জিনোম : জীবের একটি জননকোষের ক্রোমোজামে বিদ্যমান জিনের সমষ্টি।
• ক্রসিং ওভার: চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়ের প্রক্রিয়া হল ক্রসিং ওভার। ক্রসিং ওভার হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুটি সমজাতীয় ক্রোমোজোমের মধ্যে জিনগুলির বিনিময় ঘটে। এটি সাধারণত মিয়োসিস I-এর প্রোফেজ 1-এর সময় ঘটে। ক্রসিং ওভারের ফলে সন্তানের জিনের নতুন সংমিশ্রণ তৈরি হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
টেস্ট ক্রস এর ক্ষেত্রে অপত্য বংশধরের ফিনোটাইপ হলো-
i. হেটারোজাইগাস কালো
ii. হোমোজাইগাস কালো
iii. হোমোজাইগাস সাদা
নিচের কোনটি সঠিক?
মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করেন?
মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে F₂ জনুর ফুলের জিনোটাইপিক অনুপাত কী হবে?
'G' সবুজ বর্ণের জন্য দায়ী জিন, 'g' হলুদ বর্ণের জন্য দায়ী জিন।P একটি এপিস্ট্যাটিক জিন,p প্রচ্ছন অ্যালিল।
★সবুজ বর্ণের জিনোটাইপ কোনটি?
i.GP
ii.Gg
iii.GG
নিচের কোনটি সঠিক?