ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব
কোন ছত্রাক অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটায়?
জীব দেহ হতে স্বতঃস্ফূর্তভাবে আলো নিঃসৃত হওয়ার ঘটনাকে বায়োলুমিনিসেন্স (Bioluminescence) বা জীব দ্যুতি বলে। অথবা, যে পদ্ধতিতে কিছু জীব রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রুপান্তরিত করে। স্থলজ ও জলজ উভয় প্রকার প্রাণীতে এই রকমের দ্যুতি বা আলো দেখা যায়। যেমনঃ জোনাকি পোকা, Noctiluca। বিজ্ঞানীদের মতে এই সকল প্রাণীদের দেহে দু'ধরনের রাসায়নিক পদার্থ লুসিফেরিন ও লুসিফারেজ থাকে যা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে।
কিছু ছত্রাক যেমন-Armillaria mellea অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিম্নশ্রেণির ছত্রাকের কোষ প্রাচীরে-
সেলুলোজ যুক্ত থাকে
সেলুলোজের সাথে কাইটিন যুক্ত থাকে
কাইটিনের সাথে প্রোটিনযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
বাডিং-এর সময় ছত্রাকের মাতৃকোষের নিউক্লিয়াসটি কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
মাইসেলিয়ামের প্রতিটি শাখাকে কী বলে?
পরিবেশ সংরক্ষণে ছত্রাক-
মৃত জীবদেহের পচন ঘটায়
জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরী করে
জৈব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?