৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা
কোন উক্তিগুলো সঠিক?
i. সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর বাহ্যিক অবস্থার পরিবর্তন হলেও সাম্যাবস্থার পরিবর্তন হয়না
ii. বাহ্যিক অবস্থার পরিবর্তন হলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হয় না।
iii. বাহ্যিক অবস্থার পরিবর্তন হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যাতে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়
iv. তাপমাত্রা ব্যতীত চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও সাম্য ধ্রুবকের মান পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
i. সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর বাহ্যিক অবস্থার পরিবর্তন হলেও সাম্যাবস্থার পরিবর্তন হয় না।
এই উক্তিটি ভুল। সাম্যাবস্থায় বাহ্যিক অবস্থার (যেমন- তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা) পরিবর্তন হলে সাম্যাবস্থার পরিবর্তন হয়। লে-শাতেলিয়ের নীতি অনুসারে, সিস্টেম এমনভাবে সাড়া দেয় যেন পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়।
ii. বাহ্যিক অবস্থার পরিবর্তন হলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হয় না।
এই উক্তিটিও ভুল। বাহ্যিক অবস্থার পরিবর্তন হলে সাম্যাবস্থার পরিবর্তন হয়, যার ফলে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রাও পরিবর্তিত হয়। যদি ঘনমাত্রার পরিবর্তন না হতো, তাহলে সাম্যাবস্থা পরিবর্তিত হতো না।
iii. বাহ্যিক অবস্থার পরিবর্তন হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যাতে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
এই উক্তিটি সঠিক। এটি লে-শাতেলিয়ের নীতির মূল কথা। এই নীতি অনুসারে, সাম্যাবস্থায় থাকা কোনো সিস্টেমের তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যাতে পরিবর্তনের প্রভাব আংশিকভাবে প্রশমিত হয়।
iv. তাপমাত্রা ব্যতীত চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন হলেও সাম্য ধ্রুবকের মান পরিবর্তন হয় না।
এই উক্তিটি সঠিক। সাম্য ধ্রুবকের (Kc বা Kp) মান শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা পরিবর্তন না করলে চাপ বা ঘনমাত্রার পরিবর্তন সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করলেও সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই