ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র
কেলভিন চক্রে আত্মীকরণ শক্তি ব্যবহৃত হয়-
কেলভিন চক্র হল ফটোসিন্থেসিস প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় ATP এবং NADPH এর মত শক্তি-বহনকারী অণু ব্যবহার করা হয়। ৩-PGA (3-Phosphoglycerate) থেকে ৩-PGAL (Glyceraldehyde 3-phosphate) তৈরির ধাপে ATP এবং NADPH ব্যবহৃত হয়। এটি ATP এবং NADPH এর শক্তি আত্মীকরণ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হ্যাচ ও স্ন্যাক চক্রের স্থায়ী পদার্থ কোনটি?
নিচের কোন অঙ্গাণুটি ফটোরেসপিরেশন এ জড়িত নয়?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ধান উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড (CO₂) বিজারণের গতিপথে CO₂ এর গ্রাহক হলো রাইবুলোজ ১, ৫ বিস ফসফেট। অপরদিকে ভূট্টা উদ্ভিদে এই গতিপথের CO₂ এর প্রথম গ্রাহক হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড।
ফটোরেসপিরেশনের সাথে জড়িত—
i. ক্লোরোপ্লাস্ট
ii. মাইটোকন্ড্রিয়া
iii. পার অক্সিসোম
নিচের কোনটি সঠিক?