কাজ
কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ–
কাজের সংজ্ঞা থেকে আমরা জানি বল ক্রিয়া করলেও,
(1) যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তবে কাজ হয়
(ii) যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের লম্বদিকে হয় অর্থাৎ হয় তবে হলে হয়
তাই এক্ষেত্রে কোনো কাজ হয়নি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

চিত্রে বস্তুটির ওপর 10N বল প্রয়োগে সরণের দিকে কত কাজ হবে?
বলের দ্বারা কাজের ক্ষেত্রে -
এক ব্যক্তি একটি ব্লককে অনুভূমিক তল বরাবর 49N মানের বল প্রয়োগে 2m সরণ ঘটায়। ঐ ব্যক্তি কর্তৃক কৃতকাজের পরিমাণ কত হবে?
[এখানে, g = 9.8m/s²]
2N বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর ওপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60° কোণ উৎপন্ন করে 5m দূরে সরে গেলে কাজের পরিমাণ কত?
